উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি আরো বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় নদীর পানি ১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এসব এলাকার রোপা আমনের ক্ষেত প্লাবিত হওয়ায় হতাশ কৃষক।
এদিকে, গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘটসহ সবকটি নদ-নদীর পানি বেড়েছে।
কুড়িগ্রামে বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
এদিকে পদ্মার পানি বেড়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকট আরো তীব্র হয়েছে।
ফেরিতে অচলাবস্থা আরো বাড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।