ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি— ফলে ঈদে ঘরমুখো মানুষসহ হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শুক্রবার ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও কোরবানীর পশুবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। এছাড়া ঢাকা-ময়মনসিংহমহাসড়কের বিভিন্ন জায়গায় খানা-খন্দ থাকায় টঙ্গী, চেরাগআলী, কলেজগেট, গাজীপুরা, বড়বাড়ি এলাকায়, বড়বাড়ি, বোর্ডবাজার ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কোরবানীর পশু নিয়ে ঢাকামুখী ব্যবসায়ীরা।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা থেকে চন্দ্রা ও আশপাশের এলাকায় ১০ কিলোমিটার যানজটে নাকাল যাত্রীরা।
হাইওয়ে পুলিশ বলছে, সড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়া এবং খাড়াজোড়া এলাকায় ট্রাক বিকল হয়ে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। চালকদের ওভারটেকিং প্রবণতার কারণেও যানজটের মাত্রা বেড়েছে- বলছে হাইওয়ে পুলিশ।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে বারপাড়া পর্যন্ত ৬ কিলোমিটার যানজট রয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।