যশোরে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান কে-এইটডব্লিউ এর ব্ল্যাকবক্স উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
শুক্রবার সকাল ৯টায় যশোরের বুকভরা বাওড়ে ৬ষ্ঠ দিনের উদ্ধার অভিযান শুরু করে সেনা, নৌ, বিমান ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানের ব্ল্যাকবাক্স উদ্ধার করা হয়। এর আগে বুধবার পর্যন্ত বিধ্বস্ত বিমানের ৮০% উদ্ধার করা হয়েছিলো।
গত রোববার রাত সোয়া নয়টার দিকে যশোর বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আরিচপুর গ্রামের বুকভরা হাওড়ে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় বিমানের দুই পাইলট নিহত হন।