স্থানীয়/জনপদ

ksrm

মঙ্গলবার, ০৩ জুলাই, ২০১৮ (১৮:১৬)

বান্দরবানে পাহাড় ধসে ঘর চাপা পড়ে নারী-শিশুসহ চার জনের মৃত্যু

বান্দরবানে পাহাড় ধস

বান্দরবানে অবিরাম বৃষ্টিতে মঙ্গলবার পাহাড় ধসে ঘর চাপা পড়ে নারী-শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে জেলা শহরের কালাঘাটা বীর বাহাদুর নগরে এক নারীর এবং লামার দুর্গম সরই ইউনিয়নে একই পরিবারের তিন জন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা ১২টার দিকে জেলা শহরের কালাঘাটা বীর বাহাদুর নগরে রোয়াংছড়ি সড়ক সংলগ্ন এলাকার পাহাড় ধসে মিলন দাশ নামের একজনের ঘরটি চাপা পড়ে। এ সময় মিলন দাশের স্ত্রী প্রতিমা রাণী দাশ (৪৫) মাটি নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বীর বাহাদুর নগরে গিয়ে দেখা যায়, মিলন দাশের বাসা বিপদকজনকভাবে পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়। সেখানে একটি মসজিদ ও বেশ কয়েকটি পরিবারও পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। পৌরসভার কালাঘাটা এলাকার কাউন্সিলর অজিত কুমার দাশ বলেন তিনি এবং প্রশাসন থেকে বার বার ঝুঁকিপূর্ণ বাসাবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হলেও কেউ সরছে না।

এদিকে, লামা উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের দুর্গম কালাইয়ের ছড়ায় বেলা ১টার দিকে মাঈন উদ্দিনের বাড়িতে পাহাড় ধসে পড়ে।

এ সময় মাটি চাপা পড়ে মাঈন উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ (৩৫), ছেলে বৌ রিজিয়া বেগম (২৩) ও নাতনী হালিমা বেগম (৩) নিহত হন।

স্থানীয়রা জানান, তারা বাগানের কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে।

সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালাইয়ের ছড়া এলাকার সদস্য আশ্রাফ আলী বলেন পাহাড় ধসের ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দেয়া হলেও এলাকাটি দুর্গম হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে আসতে পারেনি। স্থানীয় লোকজন মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করেছেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, মাটি চাপা অবস্থা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে সমস্যা সৃষ্টি হওয়ায় এখানো তিনি সেখানে পৌঁছতে পারেননি।

 

ইউটিউবে দেশ টেলিভিশনের জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Desh TV YouTube Channel

এছাড়াও রয়েছে

দুই জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

রাজবাড়ীতে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

সড়ক দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত

হেলিকপ্টার দুর্ঘটনায় রক্ষা পেলেন চ্যানেল আইয়ের এমডি সাগরসহ ৬ জন

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭ টাকা বাড়িয়ে ১০২ টাকা

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত ২ আহত ২৫

আইয়ুব বাচ্চু আর নেই

শক্তিশালী প্রসেসরসহ এসেছে Nokia X7 Plus

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলার মূলহোতাকে হত্যার দাবি

খাশোগিকে হত্যায় নেয়া হয় সাত মিনিট