যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে যশোর বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আরিচপুর গ্রামের বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান কে-৮ডব্লিউ।
এর আগে ৯টা ৪ মিনিটে যশোর এয়ারপোর্টের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সর্বশেষ বিমানটির যোগাযোগ হয়। পরে ৯টা ৬ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিমানটি প্রথমে আকাশে কয়েকদফা অস্বাভাবিক গতিতে চলে। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় ও আগুন ধরে যায়। এরপরই হাওরে আছড়ে পড়ে বিমানটি। রাতেই যশোর বিমানবাহিনী, যশোর ক্যান্টানমেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। নিহত দুই পাইলট, স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশের মৃতদেহ উদ্ধার করা হয়।
তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তা জানা যায়নি। ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
এদিকে, বিমানটির উদ্ধারকাজ চলছে। দুপুর পর্যন্ত দুই পাইলটের দেহাবশেষ ও বিমানের ৩৫% উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।