বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে দ্বিতীয় দিন শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর পুরানা পল্টন, ফকিরাপুলসহ বিজয়নগর এলাকা থেকে বের হওয়া মিছিল থেকে মহানগর দক্ষিন বিএনপির সহসভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে, একই প্রতিবাদে নতুন করে সোমবার থেকে সারাদেশে তিনদিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।
দুপুরে পুরানা পল্টনের হাউজবিল্ডিং গলি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাছের নেতৃত্ব একটি মিছিল বের করা হয়।
পরে দৈনিক বাংলা মোড়ে আসার পর মিছিলে যোগ দেন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ আরো নেতাকর্মী। ফকিরাপুল পানির ট্যাংকের কাছে আসার পর মিছিলে নেতা-কর্মীর সংখ্যা বাড়তে থাকে। মিছিলটি কিছুদূর এগুনোর পরেই পিছন দিক থেকে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।
এছাড়াও রাজধানীর বিজয় নগর থেকে বের হওয়া একটি মিছিল থেকে মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতিসহ বেশ কয়েজনকে আটক করে পুলিশ।
বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধাঁ দিচ্ছে অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোমবার থেকে সারাদেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভী।
গত কয়েকদিনে ঢাকাসহ সারাদেশে চারহাজারের অধিক বিএনপির নেতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।