কুষ্টিয়ার মহিষাডাঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা এলাকায় একদল ডাকাত গাছের সঙ্গে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ একজন ডাকাতকে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে পুলিশের এসআই মোহাম্মদ রাশেদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত ও মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।