নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নগর ভবনের দায়িত্ব নিয়েছেন।
সোমবার সকালে দেওভোগের পৈতৃক বাড়ি থেকে পায়ে হেঁটে নগর ভবনে যান তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে নগরবাসীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের আগে আইভী নগর ভবনের সামনে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজ করবেন বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জকে টেন্ডারবাজমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন সেলিনা হায়াৎ আইভী।
এছাড়াও মেয়র আইভীর সঙ্গে দায়িত্বগ্রহণ করেন সিটি করপোরেশনের ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।