ইউক্রেন সংকটের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের ফাকে এ দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল।
ট্রাম্প বলেন, রাশিয়া থেকে জাহাজ এবং নাবিকরা এখনো ইউক্রেইনে ফেরেনি। এ অবস্থায় পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই হবে সংশ্লিষ্ট পক্ষের জন্য ভালো। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার একটি অর্থবহ বৈঠকের বিষয়ে আশা প্রকাশ করা হয় ওই টুইটে।
গত রোববার ইউক্রেনের তিনটি জাহাজের দিকে গুলিবর্ষণের পর এগুলো আটক করে রুশ বাহিনী। এর পরপরই পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের আভাস দিয়েছিল ওয়াশিংটন।