যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে ৯ জন নিহত হয়েছেন। ওই এলাকা থেকে প্রায় দেড়লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি সূত্র মতে, বুধবার ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকস নামের এলাকায় দাবানলের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়তে থাকে। দাবানালে যে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে একটি গাড়িতেই মারা যান পাঁচ জন।
এদিকে, লস অ্যাঞ্জেলসের পশ্চিমে একটি মহাসড়কে দাবানল ছড়িয়ে পড়ে তা উপকূলীয় এলাকায় এগিয়ে যেতে থাকে। সেখানেও বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ভয়াবহতাও বাড়ছে।
আর ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে দাবানল শুরু হওয়ার পরই ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় অন্তত ৭৫ হাজার ঘরবাড়ির বাসিন্দাকে।