ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামিতে বুধবার পর্যন্ত ১৩৪৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়বে। উপকূলীয় পালু শহরে প্রতিদিনই ধসে পড়া ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে।
গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় হতাহতের ঘটনা বেশি ঘটে। এ ঘটনায় পূর্বে ৮৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।
তবে, ঘটনার পর অনেকের খোঁজ পাওয়া না যাওয়ায় মৃতের সংখ্যা যে বাড়বে, তা ধারণা করা হচ্ছিল। বুধবার হতাহতের সংখ্যা ১৩৪৭ ছাড়িয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় দেশটির পক্ষ থেকে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ এলাকায় খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে।

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া
এর আগে, গত মাসেও ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছে।
সূত্র: আল জাজিরা