পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সাজা স্থগিত করে তার মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। নেওয়াজ শরিফের আপিলের ভিত্তিতে বুধবার এ আদেশ দেয় আদালত।
নেওয়াজ শরিফ ছাড়াও তার কন্যা মরিয়ম নেওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড মামলার রায় স্থগিত করা হয়।
লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধের টাকা উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় ৬ জুলাই নেওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত।
এছাড়া মেয়েকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় কারাদণ্ড দেওয়া হয় জামাতাকেও। তাদের আদিয়ালা জেলে পাঠানো হয়।
এর আগে নেওয়াজ শরিফ কারাবন্দি থাকাকালীন তার স্ত্রী কুলসুম নেওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার যানাজায় অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত তিনজনকেই প্যারোলে মুক্তি দেয়া হয়।