সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন।
বিবিসি সূত্র মতে, বৃহস্পতিবার দুপুরে জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে মক্কা চেকপোস্টের আগে ওই পরিবারের গাড়ি দুর্ঘটনায় পড়ে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রামের সন্দ্বীপের সাঈদভাঙ্গা গ্রামের অহিদুর রহমানের ছেলে মশিউর রহমান এবং তার তিন মেয়ে সায়মা, সিনথিয়া ও সাবিহা দুর্ঘটনায় মারা গেছেন।
আর মশিউর রহমানের স্ত্রী ও ছেলে আবদুর রহমানকে আহত অবস্থায় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।