থাইল্যান্ডের গুহা থেকে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। দেশটির স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কিশোর ফুটবল দল, হাসপাতালের চিকিৎসক, নৌবাহিনীর সদস্য ও দেশ- বিদেশি দুই শতাধিক সাংবাদিকও উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা বলেন, বালকরা সবাই শারিরীক ও মানসিকভাবে সম্মপূর্ণ সুস্থ, তাদের বাড়ি ফিরতে আর কোন বাধা নেই।
চিয়াংরাই প্রদেশের গভর্নর বলেন, একমাত্র অফিসিয়াল মিডিয়াই তাদের সাক্ষাৎকার নিবেন এবং কিশোরদের বেশি প্রশ্নও করা যাবে না।
সংবাদ সম্মেলনে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের পর একে একে সবকিশোর ও তাদের কোচ গুহায় থাকা দিনগুলোর ম্মৃতিচারণ করেন।