রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে সিরিয়া পরিস্থিতি ও দেশটিতে ইরানের সামরিক উপস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে। এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যকার সহযোগিতা প্রয়োজন বলে জানান নেতানিয়াহু। আলোচনায় সিরিয়া পরিস্থিতি এবং দেশটিতে ইরানের উপস্থিতি গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে মরানোর চেষ্টা করবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইসরায়েল।
তবে ইরানি বাহিনীগুলেকে সিরিয়া ছাড়তে মস্কোর উৎসাহিত করা উচিত বলে মন্তব্য করেন। গত তিন বছরে পুতিনের সঙ্গে নেতানিয়াহুর এটা নবম বৈঠক।