ভারতের জম্মু ও কাশ্মিরের সামবা জেলার রামগাঁ সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ৪ বিএসএফ জোয়ান নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভি বলছে, মঙ্গবার রাত সাড়ে ১০টা থেকে গোলাগুলি শুরু হয়ে তা চলে ভোর সাড়ে চারটা পর্যন্ত।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বলছে, বিনা উস্কানিতে জম্মু ও কাশ্মিরের চামবিলিয়াল সেক্টরে পাকিস্তানি রেঞ্জারস প্রথম গুলি ছোড়ে। পরে বিএসএফও এর পাল্টা জবাব দেয়। এতে একজন সহকারী অফিসারসহ চার বিএসএফ সদস্য নিহত হন। পাকিস্তানি পক্ষের কেউ হতাহত হয়েছেন কি-না এখনো জানা যায়নি। মাত্র এক সপ্তাহ আগে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সীমান্ত উত্তেজনা নিরসনে ২০০৩ সালের যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছিল।
ভারত সরকারের দাবি, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও পাকিস্তান ২০১৮ সালেই এক হাজারেরও বেশিবার এ চুক্তি লঙ্ঘন করেছে।