পিয়ং ইয়ং হুমকি দিলেও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে তার আসন্ন শীর্ষ বৈঠকের ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্প উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে বলে জোর দাবি জানান। ট্রাম্প ও কিম জং উনের মধ্যে আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠক হওয়ার কথা।
এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে গাউনের উদ্ধৃতি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের জন্য চাপ দিলে পিয়ংইয়ং আসন্ন শীর্ষ বৈঠক বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করবে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ উত্তর কোরিয়া বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।