বেলজিয়ামের আনটর্পে বিস্ফোরণে একটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যার ওই বিস্ফোরণে পার্শ্ববর্তী আরো তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ধ্বংসস্তুপের নিচ থেকে একটি শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।
বেলজিয়ান পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, ভবন ধসে ১০ থেকে ২০ জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে পুলিশের ধারণা এটা কোন সন্ত্রাসী হামলা নয়।
এর আগে ২০১৬ সালে ব্রাসেলসে আত্মঘাতী হামলার পর থেকে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।