হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে গত বছর নির্বাচনের সময় রুশ আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে রাজি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে।
ওই বৈঠকের আয়োজক প্রকাশক রব গোল্ডস্টোনের একটি ই-মেইলের স্বীকারোক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসের তিন উপদেষ্টাও এ বৈঠকের কথা জানতেন বলে জানা গেছে।
রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রোববার বলেন, হিলারির সম্পর্কে নাতালিয়ার দেয়া প্রতিশ্রুত তথ্য সম্পূর্ণ অর্থহীন ছিল।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কংগ্রেসের একটি কমিটি বহু দিন ধরেই গত ৮ নভেম্বর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করে আসছে।