ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহলকে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আইএস-ঘনিষ্ঠ একটি ইসলামি জঙ্গি সংগঠন ‘আহওয়াল উম্মত’।
বৃহস্পতিবার রাতে কলকাতার টাইমস অব ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।
গত ১৪ মার্চ ওয়েব চ্যানেল ‘টেলিগ্রামে’ আহওয়াল উম্মতের মিডিয়া সেন্টারের পোস্ট করা এক গ্রাফিক্স বার্তায় তাজমহলকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। নজরদারি ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স গ্রুপ এ তথ্য প্রকাশ করেছে।