প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরের বাইরে পাহারারত সৈনিকের ওপর ছুরি দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যের গুলিতে গুরুতর আহত হন ওই হামলাকারী।
গণমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার ছুরি হাতে এক ব্যক্তি জাদুঘরের বাইরে টহলরত এক সৈনিককে হামলা করতে উদ্যত হয়।
এ সময় সেনারা তাকে গুলি করে— ওই ব্যক্তি জাদুঘরের পাতাল মার্কেটে প্রবেশের চেষ্টা করছিল।
ফরাসি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার চেষ্টার সময় সে 'আল্লাহু আকবার' ধ্বনি দিচ্ছিল। তবে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না।
এ ঘটনার পরপরই জাদুঘর বন্ধ করে দেয়া হয়েছে। বড় ধরনের নিরাপত্তা অভিযান চলছে এবং পরিস্থিতি খুবই 'ভয়াবহ' বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।