যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার জামাতা, জ্যারেড কুশনারের নাম ঘোষণা করেছেন।
৩৫ বছর বয়সী কুশনার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন ও বৈদেশিক নীতির বিষয়টি দেখবেন। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী কুশনার নিজেও একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তার আরো অনেক ব্যবসা রয়েছে।
এদিকে, জামাতাকে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনেছে ডেমোক্রেট শিবির। ট্রাম্পের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছে তারা।