শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
দিনাজপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল ৯টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে নড়াইল, চাঁদপুর ও নেত্রকোনা জেলায়।