চিকিৎসক ও সরঞ্জাম সংকটের কারণে কাঙ্খিত সেবা পাচ্ছেন না যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রোগীরা।
কয়েক ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসকের দেখা মিললেও রোগীদেরকে বেশিরভাগ ওষুধ কেনা ও পরীক্ষা-নিরীক্ষা করাতে হয় হাসপাতালের বাইরে থেকে। কম খরচে সুচিকিৎসার আশায় রোগীরা সেখানে গেলেও সেবা পেতে ব্যয় করতে হয় বাড়তি টাকা।
যশোরাঞ্চলের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারি প্রতিষ্ঠান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। যশোর ছাড়াও আশপাশের কয়েকটি জেলার রোগীরা সুচিকিৎসার আশায় ছুটে আসেন এ হাসপাতালে। তাই এখানে প্রতিদিনই রোগীদের ভীড় লেগেই আছে।
শয্যা ২৫০ হলেও নিয়মিত এখানে রোগী ভর্তি থাকেন ৫০০বেশি। আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন দুই হাজারেরও বেশি মানুষ।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসকের দেখা মেলে রোগীরা। তবে বেশিরভাগ ওষুধই বাড়তি দাম দিয়ে হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বাইরের প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে।
হাসপাতালের কর্মকর্তারা বলছেন, চিকিৎসকসহ লোকবল সংকট আর আধুনিক যন্ত্রপাতির অভাবেই রোগীদের পর্যপ্ত সেবা দিতে পারছেন না তারা।
রোগীর সেবার মান বাড়িয়ে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।