নায়ারণগঞ্জে অপারেশন হিট স্ট্রং-২৭ ঘটনায় নিহত ৩ জঙ্গিদের মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ।
রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এছাড়া গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর শরীরে গুলি ও গ্রেনেডের স্প্লিন্টারের চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।
আর বাকি দুই জনের মধ্যে একজনের হাতের কব্জি উড়ে গেছে বলেও জানিয়েছেন চিকিৎসক।