পরিবেশ

ksrm

রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ (১৪:০৬)

সারাদেশে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি

সারাদেশে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি

ভোরের আলো ফোটার পর পরই আবার অন্ধকার হয়ে চারপাশ আবার রাতের আবেশ নেমে আসে।

রোববার ৮ টার দিকে রাতের আঁধারে মেঘ রূপ নিয়ে ঝড়ে হাওয়া বইতে থাকে, শুরু হয় কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি।

পুরো সকালই থেমে থেমে রাজধানীসহ সারাদেশে ঝড়সহ বজ্রবৃষ্টি হয়েছে।

ঝড়ের কারণে রাজধানীর অনেক এলাকাতেই রাস্তার পাশের সাইনবোর্ড, বিলবোর্ড, টং দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। বিভিন্ন স্থানে উপড়ে গেছে ছোট-বড় অনেক গাছ।

ঝড়ের সঙ্গে প্রচণ্ড বজ্রবৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঝড়ো এ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ছোট ছোট শিলা পড়তে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় রুপ নেয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রপাত বৃদ্ধির কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, দিনাজপুর,পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীসহ প্রায় সারাদেশে ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে। সেই সঙ্গে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে তারা।

আভাস অনুযায়ী, বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাত হয়েছে। কেবল ঢাকায়ই ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষণ এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আগামী দু’একদিন আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে।

 

ইউটিউবে দেশ টেলিভিশনের জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Desh TV YouTube Channel

এছাড়াও রয়েছে

নদী দূষণ-দখলের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা

পদ্মায় ভাঙন: নদীগর্ভে বিলীন ২৫৬ বর্গমাইল ভূমি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহনস্য উন্মোচন

ঢাকা উত্তর-দক্ষিণের বর্জ্য অপসারণ হবে ২৪ ঘণ্টার মধ্যে

প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

বাসযোগ্য শহরের তালিকায় দুই ধাপ অবনমন ঘটেছে ঢাকার

চায়ের দোকানে বসে দলীয় বিবাদ করবেন না: কাদের

আইনগত ভিত্তি পেলে নির্বাচনে ইভিএম: সিইসি

নদী দূষণ-দখলের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: রোববার ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ