আগামী ২৯ আগস্ট থেকে দেশে আবারো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। উপকূলীয় অঞ্চলগুলোতে সাধারণ সতর্কবার্তা দেয়া হয়েছে। এদিকে বন্যা বা বৃষ্টিপাতের ভয়াবহতা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।
ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামাল জানিয়েছেন, বন্যা ও জলাবদ্ধতা মোকাবেলায় এরই মধ্যে আরও ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সরকারি হিসেবে গত কুড়ি দিনে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ৩৫টি জেলা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় সাড়ে ৫ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট-বড় সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ঘরবাড়ি এখনও পানির নিচে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল বলেন, এরইমধ্যে ২২ লাখ মেট্রিকটন খাদ্য ত্রান দেয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের ঘর তৈরীর উপকরনসহ কৃষি উপকরণও পৌঁছে দেয়া হবে।
এদিকে, ২৯ আগস্ট থেকে আবারো মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা জেলায় মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
তবে জলাবদ্ধতার মতো বড় ধরনের পূর্বাভাস এ মুহূর্তে না থাকলেও আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ বৃষ্টিপাত।
তবে যেকোনও ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সচিব।