একাদশ জাতীয় সংসদ নির্বাচনী নীতিমালা অনুসরণ করে পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে—বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৮টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলে সম্পৃক্ত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না বলেও জানান ইসি সচিব।
হেলালুদ্দীন বলেন, পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। শুধু দেখবেন- অবজার্ভ করবেন ও বুঝবেন। পর্যবেক্ষক রিপোর্ট জমা দেয়ার আগে কোনো মন্তব্য করতে পারবে না।
নয়তো ওই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে দেয়ার হুঁশিয়ারি দেন ইসি সচিব।
এ সময় ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।