একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পেছানোর কোন চিন্তা আপাতত নেই— তবে সব দল চাইলে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
শনিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে তফসিল ঘোষণা পরবর্তী নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইভিএম কেন্দ্রগুলোতে ইভিএম পরিচালনায় সেনাবাহিনী থাকবে—উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের আগে আর কোন রাজনৈতিক জোটকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। আগামীকালের (রোববার) মধ্যেই রাজনৈতিক জোটগুলোকে চূড়ান্ত প্রতীকের তথ্য জানানোর তাগিদ দেয়া হয়েছে।
প্রচার সামগ্রী ৭ দিনের মধ্যে সরিয়ে না ফেললে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন ইসি সচিব। প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার বিধি-নিষেধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইভিএম, সেনা মোতায়েন এবং ভোটের তারিখসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
তিনি বলেন, যেসব কেন্দ্রে ইভিএম থাকবে সেখানে সেনা মোতায়েনের চিন্তাভাবনা করছে কমিশন। তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
কমিশন সচিব আরো বলেন, আইন লঙ্ঘন করে প্রার্থীদের প্রচার প্রচারণা বন্ধে রিটার্নিং কর্মকতাদের নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছে কমিশন।
কমিশন ভবিষ্যতে কোনো জোটকেই আর সভা-সমাবেশ করতে দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
ইসি সচিব আরো বলেন, দলগুলোকে প্রতীকসহ জোটের বিষয়ে তথ্য রোববারের মধ্যেই কমিশনে জমা দিতে হবে।