গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৫৪ নম্বর ওয়ার্ডে বশির উদ্দিন উদয়ন একাডেমিতে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
এ সময় তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।
অনেক এজেন্টকে সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করছে বলে জানান তিনি।
এসব বিষয়ে নির্বাচন বন্ধের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করবেন বলে জানান তিনি।
শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথাও জানান বিএনপির মেয়র প্রার্থী— জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।