গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা সোমবার থেকে আবারো শুরু হয়েছে।
ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৬ জুন এ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানা কৌশলে জনসংযোগ করেছেন প্রার্থীরা।
এর আগে গত ১৫ মে এ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোটড় স্থগিত হয়।
পরে আপিল বিভাগ স্থগিতাদেশ প্রত্যাহার করার পর নতুন করে ২৬ জুন ভোটগ্রহণের দিন ধার্য হয়।
এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন প্রার্থী। আর সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।