প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানকে শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান।
গত ২৮ ডিসেম্বর সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কুষ্টিয়ায় জাসদ প্রার্থী গোলাম মহসিনের মনোনয়নপত্র বাতিল হলে তিনি উচ্চ আদালতে আপিল করেন। ফলে সেদিন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়।
সম্প্রতি উচ্চ আদালত জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম।