পরীক্ষার আগে কোনও অনৈতিক পথের খোঁজ না করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করবে, সুন্দরভাবে পরীক্ষা দেবে। ভালো ফলাফল করবে। শিক্ষার্থীদের কাছে এটাই সবাই আশা করে। অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফলাফল করা যায় না।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সবার জন্যই পরীক্ষা— এ পরীক্ষা যেন সম্পূর্ণভাবে প্রশ্নফাঁসমুক্ত ও নকলমুক্ত হয় এবং কোনো দুর্বৃত্ত যেন এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনও অপচেষ্টা চালাতে না পারে সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না থাকলে যারা এ অপকর্মটি করে তারাও আর আগ্রহী হবে না।
শিক্ষা ব্যবস্থায় কিছু ত্রুটি বিচ্যুতি আছে জানিয়ে মন্ত্রী বলেন এগুলো দূর করতে হবে— আর এজন্য শুধু সরকার নয় প্রতিষ্ঠান, অভিভাবক,শিক্ষার্থী, শিক্ষক সবাইকেই ভূমিকা রাখতে হবে।