ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণার দুই দিনের পরই কুমিল্লা মেডিকেল কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃর্তপক্ষ।
শনিবার থেকে কলেজে ক্লাস শুরু ও হলগুলো খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কলেজের অধ্যক্ষ মহসিন উজ-জামান চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের তল্লাশি করে হলে প্রবেশ করতে দেয়া হবে।
ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া হল মনিটরিং কমিটি থেকেও ছাত্রদের সরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আধিপত্য বিস্তার নিয়ে বুধবার ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত হয়— এরজের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।