অবৈধ সোনা বৈধ করার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা— এমনকি সরকারকে ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে চোরাচালানের সোনাও বৈধ করা যাবে। এ জন্য একটি মেলার আয়োজন করা হবে। ওই মেলা থেকে সব অবৈধ সোনা বৈধ করা যাবে।
সম্প্রতি ভ্যাট ট্যাক্স নিরুপণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সোনা নিলামের উদ্যোগও নেয়া হবে।
এতদিন সরকার সোনাখাতের ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স নিলেও সোনার বৈধ কোন উৎস ছিলনা। ব্যবসায়ীরা জানান দেশে সোনার চাহিদা বছরে ৩০ থেকে ৪০ টন। অথচ দেশে বৈধ পথে সোনা একেবারেই আমদানী হয় না।
এদিকে, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সোনার নিলামও অনেক দিন ধরে হচ্ছে না। ফলে অবৈধ পথে আনা সোনা দিয়েই চাহিদা পূরণ করা হয়ে থাকে। শুল্ক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত চার বছরে বিভিন্ন বিমান বন্দর থেকে প্রায় দুই হাজার কেজি সোনা উদ্ধার করা হয়েছে।মামলা নিষ্পত্তির পর বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সোনা নিলামে তোলা হবে।