নির্বাচনের আগে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারো শুরু হচ্ছে ১০ টাকা কেজিতে চাল বিতরণ। সারাদেশে ৫০ লাখ হতদরিদ্রের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।
বুধবার সকালে খাদ্য ভবনে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
নির্বাচনের আগে চাল বিতরণে কোন অনিয়ম হবে না— উল্লেখ করে খাদ্যমন্ত্রী যথাযথ নিয়মে যোগ্য দরিদ্র মানুষদের মাঝেই চাল বিতরণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
তবে নির্বাচনের আগে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য, এ কর্মসুচি নিয়ে যড়যন্ত্র হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
কামরুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বর নাগাদ সরকারি গুদামে চালের মজুদ দাঁড়াবে প্রায় ১৯ লাখ মেট্রিক টন। তাই চালের কোন সংকট হবে বলে আশ্বাস তার।
এদিকে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, নির্বাচনের এই তিন মাসে সারা দেশে এক যোগে চলবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ। প্রতি কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এভাবে তিন মাসে মোট সাড়ে ৪ লাখ টন চাল ৫০ হাজার কার্ডধারীদের মাঝে বিতরণ করা হবে।