শুরু হলো ভাষার মাস। ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন।
এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব।
এবারও বইমেলা বাংলা একাডেমি ছাপিয়ে সোহরাওয়ার্দী উদ্যানেও বিস্তৃত করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানকে ভাগ হচ্ছে ১২টি চত্বরে। সেখানে ৩২৯টি প্রতিষ্ঠান পাচ্ছে ৫৪৯টি ইউনিট। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮০টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১১৪টি ইউনিট এবং ১৫টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে প্যাভিলিয়ন।
এছাড়া, ভাষার মাসের প্রথম দিনে 'দেশহারা মানুষের সংগ্রামে কবিতা' -এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব। এবারের উৎসবেও দেশের কবিদের পাশাপাশি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার কবিরা।