জঙ্গিবাদকে অন্ধকারের শক্তি উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, তরুণদের চেতনায় এ শক্তি প্রবেশ করার চেষ্টা করছে, এটি প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের কালীবাজার পুরনো কোর্ট এলাকায় জেলা শিল্পকলা একাডেমীর দশ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, জঙ্গিবাদের অভিশাপ সারা পৃথিবীজুড়ে, এটি প্রতিহত করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বড় ভূমিকা পালন করবে। শুধুমাত্র জেলায় নয়, উপজেলা পর্যায়েও সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারিত করার কাজ এগিয়ে চলেছে।