ময়মনসিংহে মাদক ও ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার হওয়ার পর পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল বলেন, বুধবার গভীর রাতে ভালুকা উপজেলার নয়নপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
মোবারক হোসেন (৩৮) নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।
ডিবির ওসি শাহ কামাল বলেন, বুধবার বিকালে ভালুকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং হেরোইনসহ মোবারককে গ্রেপ্তার করেন তারা। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে রাতে নয়নপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় মোবারককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে তার সহযোগীরা। তারা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মোবারক গুলিবিদ্ধ হয়।
ওসি বলেন, উদ্ধার করে মোবারককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।