নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জে আলাদা বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার ভোরে বন্দরের সোনাচড়া এলাকাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য ইব্রাহিম।
ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, ভোরেই রূপগঞ্জের পূর্বাচলের ৮ নম্বর সেক্টরে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দের জের ধরে দেলোয়ার হোসেন ওরফে রাজা নামের একডাকাত গুলিতে নিহত হন।
গুলির শব্দ পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দেলোয়ারের মৃতদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।