মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্বকুমারভোগে শুক্রবার ‘বন্দুকযুদ্ধে’ মকবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
র্যাবের এএসপি মো. মহিতুল ইসলাম বলেন, কুমার ভোগে মাদক বেচাকেনার খবর পেয়ে র্যাব অভিযান চালাতে গেলে মাদক কারবারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে মকবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে র্যাবে-১১ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫শ’ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রি ৪ হাজার ৬৭৫ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করে।
এ ঘটনায় র্যাাবের সিপাহি আমিরুল ও নায়েক তাকিউদ্দিন আহত হয়েছেন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহটি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।