মুন্সিগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি আবদুর রহমান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গত রোববার আবদুর রহমানকে গাজীপুরের শ্রীপুরের মাওনার এক জঙ্গি আস্তানা থেকে আটক করে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আবদুর রহমানের দেয়া তথ্যমতে বুধবার রাত আড়াইটার দিকে সিরাজদিখান খান এলাকার বালুরচর ইউনিয়নের কালিনগর গ্রামে একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসায় থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে আবদুর রহমানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।
ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়।
ঘটনার একদিন পর শাহজাহান বাচ্চুর স্ত্রী অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ২৪ জুন আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।