যশোর সদরের রেলরোড আদ-দ্বীন হাসপাতালের সামনে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে চন্দন কুমার ঘোষ নামে সেনা বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চন্দন কুমার ঈদের ছুটিতে ঢাকাতে ছিলেন। কর্মস্থলে যোগ দিতে বাসে করে ভোরের দিকে তিনি যশোর পৌঁছেন। পরে ভোরে রিক্সায় করে শহরের টিবি এলাকার বাসায় যাওয়ার পথে রেলরোডে ছিনতাইকারিরা ছুরিকাঘাত করে চন্দন কুমারের মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।