হাইকোর্ট এলাকায় প্রিজন ভ্যানের ওপর হামলা চালিয়ে আটক দুই কর্মীকে ছিনিয়ে নিয়েছে বিএনপির কর্মীরা। মঙ্গলবার বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে রাখা প্রিজন ভ্যানে আটক দুইজন বিএনপির কর্মী ইশারা দেয়। এ সময় উত্তেজিত কর্মীরা পুলিশ ভ্যানটির ওপর হামলা চালায়। এতে বাধা দিতে গেলে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে কর্মীরা। এরপর ওই দুই কর্মীকে ছিনিয়ে নেয় তারা।
এদিকে, এ ঘটনায় ৩০ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। খালেদা জিয়ার গাড়ি বহর থাকায় কোনো ধরনের ব্যবস্থা নেয়া যায়নি জানিয়েছে পুলিশ।