গাজীপুরের টঙ্গীতে জোড়া খুন মামলার প্রধান আসামি হুমায়ুনসহ ৫ জকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে রাজধানীর কাওরান বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তার ওই পাঁচ জন গেলো ১২ ডিসেম্বর প্রবাসী আক্তার হোসেন ও আসিবুর রহমান মিম খুনের মামলার আসামি। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গত ১২ ডিসেম্বর প্রবাসী আক্তার হোসেন ও আসিবুর রহমান মীম হত্যা মামলার আসামি। এরমধ্যে হুমায়ুন মামলার প্রধান আসামি ও হত্যার মূল পরিকল্পনাকারী।