চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছাখালি এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনা তদন্ত করে দেখছে চট্টগ্রাম জেলা পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দোষিদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, দোষী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে রোববার রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহর হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ওই হামলার পর রাঙ্গামাটি যেতে না পেরে চট্টগ্রামে ফিরে আসে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলটি।