গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক রেজাউল করিমকে হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী।
সম্প্রতি বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে আইএসের এক সদস্য ভারতীয় নাগরিক মোহাম্মাদ মশিউদ্দির ওরফে মুসাকে কোলকাতায় জিজ্ঞাসাবাদ করেন ভারতীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্যই পেয়েছেন তারা।
জিজ্ঞাসাবাদে মুসা আরো জানিয়েছে, এই তামিম চৌধুরীই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবি'র নেতা মুহাম্মাদ সোলায়মান, সে আবু ইব্রাহিম আল-হানিফ নামেও পরিচিত। তামিম এখন ভারতে অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মূল হোতা তামিম চৌধুরী ভারতে পশ্চিমবঙ্গের কোলকাতায় বসে হামলার পরিকল্পনা করেছিল। জঙ্গি গোষ্ঠি আইএসের সদস্য ভারতীয় নাগরিক মোহাম্মাদ মশিউদ্দিন ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, জিজ্ঞাসাবাদে মুসা তাদের আরো জানিয়েছে, গুলশান হামলা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে হত্যাকাণ্ডের সঙ্গে তামিম চৌধুরী ওরফে সোলায়মান জড়িত। গত ২৩ এপ্রিল রেজাউল করিমকে হত্যার দু'দিন পর কোলকাতা সফরে যায় সে। এরপর পশ্চিমবঙ্গের মালদা স্টেশনে দেখা করে মুসার সঙ্গে।