ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্র জামিল আনছারী জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এ রায় ঘোষণা করেন।
বিচারে জুয়েল হত্যা মামলার মূল আসামি মাহাবুবুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। অপর আসামি গোলাম কিবরিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
২০১২ সালের ১৩ অক্টোবর সদর উপজেলার মাতৃগাঁও গ্রামের কলেজ ছাত্র জামিল আনছারি জুয়েল বাড়ির পাশে জমিতে ঘাষ কাটতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে মাহবুব আলমসহ ৩ জন ধারালো অস্ত্র কাস্তে দিয়ে কুপিয়ে আহত করে তাকে।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুয়েল।