মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় রায় আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
পরে বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ দিন ঠিক করেন।
এসময় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘাতক বাসের চালক জামির হোসেনের জামিন বহাল রাখেন।
উল্লেখ, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সিইও মিশুক মুনির, প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ ৫ জন নিহত হন।